খাগড়াছড়িতে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় দৃর্বৃত্তের ছুরিকাঘাতে মাসছড়ির এলটু চাকমা(২৫) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শরের শান্তিনগর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
মহালছড়ির মাইসছড়ির নয়াপাড়া এলাকার বাসিন্দা অনিল বিকাশ চাকমার ছেলে এলটু চাকমা সিগারেট কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলো।
ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায় , সিগারেট কোম্পানির স্থানীয় একটি দোকানের গুদামে ঢুকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আসামি ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।