ফ্রিজে মাংস রাখা নিয়ে তর্কে ছোটো ভাইয়ের হাতে বড় ভাই নিহত !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম রৌমারীতে কোরবানির মাংস ফ্রিজে রাখা কে কেন্দ্র করে দুই ভাইয়ের তর্কে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর এলাকায় হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায় যে ,জলিল,খলিল ও নইমুদ্দিন তিন ভাই।কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে জলিল ও খলিলের মধ্যে বিবাদ ও পরিশেষে হাতাহাতি হয়।
সন্ধ্যা রাতে তাদের বড় ভাই নইমুদ্দিনের সাথে বাড়ির পাশ্ববর্তী দোকানের দেখা হয় জলিলের। এসময় তিনি বড় ভাই নইমুদ্দিনকে গালমন্দ করে এবং ঘুষি মারলে নইমুদ্দিন দোকানের সামনে থাকা সিমেন্টের ব্রেঞ্চের উপর পরে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসময় স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশকে খবর দিলে রৌমারী থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহ জানান, বিষয়টি খুব দুঃখজনক। ওই ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে।