ঘুঘুশালের মিনতি রাণী পেলেন নিজ ভূমিতে সেমিপাকা ঘর
হাবিবুর রহমান প্রতিনিধি শাহরাস্তি উপজেলা( চাঁদপুর) :
সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর অর্থায়নে ঘুঘুশালের মিনতি রাণী পেলেন নিজ ভূমিতে সেমিপাকা ঘর।
মুজিব বর্ষ উপলক্ষে শাহরাস্তি উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে ভূমিহীন ও গৃহহীন ২টি পরিবারকে জমিসহ ২টি সেমি পাকা ঘর প্রদান ।
সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম মহোদয় ও সরকারি অর্থায়নে মিরোজা বেগম পেল জমিসহ ১টি সেমিপাকা ঘর।
উপজেলা নির্বাহী অফিসার , শাহরাস্তি জনাব শিরীন আক্তারের ব্যবস্থাপনায় পূর্বে বন্দোবস্ত প্রাপ্ত জনাব আঃ করিম, পিতাঃ আঃ গফুর, সাংঃ শোরসাক স্ব ইচ্ছায় গৃহহীন ও ভূমিহীন ৩ টি পরিবারের ঘর নির্মাণের জন্য ৬ শতক ভূমি ছেড়ে দেন।
মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীনদের জমিসহ গৃহপ্রদান বিষয়ে আর্থিক সহায়তা, দিক- নির্দেশনা, পরামর্শসহ সকল কাজে সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং জেলা প্রশাসক, চাঁদপুর জনাব অঞ্জনা খান মজলিশ স্যারকে। আরো ধন্যবাদ জানাচ্ছি শোরসাক নিবাসী জনাব আঃ করিম সাহেবকে।
অদ্য ২২ জুলাই ২০২১, উক্ত ঘর গুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আবু ইসহাক।
এসময় উক্ত ৪টি পরিবারসহ মুজিব বর্ষে ভূমিসহ ঘর প্রাপ্ত ২৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।