নেত্রকোনা মদনে পূর্ব শত্রুতার জের ধরে গলা কেটে হত্যা
আলী আজগর জেলা প্রতিনিধি নেত্রকোনা
নেএকোনা মদনে পূর্বের শত্রুতা জের ধরে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় তিয়শ্রী বাজারের বেছুমিয়াকে গলা কেটে হত্য
করার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। বেছু মিয়া বালালী গ্রামের মৃত সওদাগরের ছেলে, আজ তিয়শ্রী বাজারে রবীর চা,য়ের দোকানে জবাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাসী ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে।
ওসি ফেরদৌসের আলম বলেন, ঘটনাস্থল থেকে এলাকাসীর সহায়তা ৩ জনকে আটক করা হয়েছে, ঘটনাস্হলে পুলিশ মোতায়েন রয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।