বেশিরভাগ মানুষের ঘরে খাদ্য নেই,পকেটে পয়সা নেই: মঞ্জু
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনা:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশে কখনও লকডাউন সফল হবে না। কারণ দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই। বুধবার (২৮ জুলাই) নগরীর আলীশান মোড়, শিতলাবাড়ি এলাকা, আর্টকলেজ মোড় ও সোনাডাঙ্গা ঋষিপল্লী এলাকায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের দেয়া তৃতীয় দফা লকডাউনে কর্মহীন সাড়ে ৫শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম বাবু, শেখ জামিরুল ইসলাম, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, আলহাজ্ব আনিছুর রহমান আরজু, ইকবাল হোসেন, মোস্তফা হাসান মিন্টু, হেদায়েত হোসেন হেদু, শামীম আহসান, জাহিদুল ইসলাম খোকন, পারভেজ মোড়ল, শরিফুল ইসলাম সাগর, মাহমুদুল হাসান মুন্না, মফিজুর রহমান মফিজ, ফিরোজ আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, আব্দুল আহাদ শাহীন, আশিকুর রহমান, আজাদ হোসেন জুয়েল, শেখ আল মামুন, তুহিন ইসলাম, মোস্তাহিদুল হক দিহান, হুমায়ুন আহমেদ, আজাদ হোসেন জুয়েল, মামুন রহমান, ফারুক খান, নোমান, মো. রাফি, সাইফুদ্দিন, তুহিন ও নিলয় প্রমুখ।
Leave a Reply