
কুষ্টিয়া গড়াই নদী থেকে অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার
জান্নাত মীর নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইজতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরিরে লাল খইরি শাড়ি, খয়রি ব্লাউজ ও জলপাই রঙের পেটিকোট, বাম হাতে কাচের চুড়ি ও ডান পায়ে একটি রুপা তোরা ছিল। এদিকে নদীতে ভাসমান লাশের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায় । পরে লাশ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পুলিশ ও এলাকাবাসী জানায় আজ বুধবার সন্ধ্যার সময় ইজতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে অর্ধ গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।
তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে কুমারখালী থানা পুলিশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply