জয়পুরহাটে র্যাবের পৃথক পৃথক অভিযানে আটক-১৬
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে র্যাবের পৃথক পৃথক অভিযানে চালিয়ে জুয়া খেলার অপরাধে আলামতসহ ১১ জন ও মাদক সেবনকালে ৫ জন মাদক সেবনকারীদের আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের এর সদস্যরা।
বুধবার(২৮ জুলাই) র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানানো হয়। জয়পুরহাট সদর উপজেলার বাগুয়ান গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯ টি মোবাইল,১২ টি সিম কার্ড, ৪ টি মেমোরী কার্ড, ৩ টি তাসের বান্ডিল,জুয়া খেলার নগদ অর্থ-৩ হাজার ৪৬০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ একই গ্রামের জুয়াড়ী মৃত.মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫),ফারাজ শাহানার ছেলে শামসুল হোসেন (৪০), মৃত. মনছের আলী মন্ডলের ছেলে শাহার উদ্দিন মণ্ডল (৫৮), মৃত. রজব আলী মন্ডলের ছেলে জনাব আলী মন্ডল (৬৫), মৃত. আমেদ আলীর ছেলে ফরমান আলী (৫০), মৃত. আব্বাস আলী দেওয়ানের ছেলে মনির দেওয়ান (৪৫), এবং পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে উপজেলার খাস বাগুরি গ্রামের কুরবান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফয়সাল হোসেন (৩১),পশ্চিম বালিঘাটা এলাকার সামসুদ্দিন মন্ডলের চঞ্চল মন্ডল (৪০),বালিঘাটা বাজারের আমির হোসেনের ছেলে জাহিদ হাসান (২১),দানেজপুর এলাকার মৃত রাজা হোসেনের জাহিদ হাসান (২৫) কে জুয়া খেলার সময়ে আলামতসহ হাতেহাতে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
অপরদিকে আর একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার পাঁচবিবি উপজেলার থানাধীন শিমুলতলীর বাজার থেকে ২ টি লাইটার,৪ টি মোবাইল,৫ টি সিমকার্ড,১ টি মেমোরিকার্ডসহ, মাদক সেবনের অপরাধে মাদকসেবী মালিদহ গ্রামের সলিমুদ্দিনের ছেলে বারিকুল ইসলাম(৩৮),খাস বাগুরি গ্রামের নরেন চন্দ্র মহন্তের ছেলে ভোলানাথ চন্দ্র মহন্ত (৪৫), বড় তাজপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৪৫), পিতা- মোঃ কলিমুদ্দিন, আইমারসুলপুর গ্রামের মৃত হরি চরণ রবিদাসের মন্টু রবিদাস (৪৫) ও পাটাবুগা গ্রামের মৃত ফরিদ প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৪৬) কে হাতেনাতে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
পরবর্তীতে ধৃত আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর ও পাঁচবিবি থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটক মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ সাল হইতে এ বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..