রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ডোবার পানিতে ডুবে মোবাশিরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লক্ষিকোলা গ্রামে এঘটনা ঘটে। শিশু মোবাশিরা ওই গ্রামের রেজাউল করিম ভুট্রর মেয়ে।
পারিবারিক সুত্রে জানাগেছে,এদিন বিকেলে শিশু মোবাশিরা বাড়ীর উঠানে বেঁধে রাখা হাঁসের সাথে খেলা করছিল। পরে প্রায় ঘন্টাখানেক ধরে শিশু মোবাশিরাকে দেখতে না পেয়ে বাড়ীর লোকজন প্রতিবেশিদের বাড়ী বাড়ী ও আশে পাশে খোঁজ-খুজি শুরু করে। এরপর বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে নেমে ডুবে থাকা মৃত্যু অবস্থায় সন্ধান পায়।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, এঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।