বগুড়ার শেরপুরে জোরপূর্বক ধর্ষন অভিযুক্ত গ্রেফতার
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার পশ্চিম পাড়া গ্রামের মাসুদ রানা স্ত্রীর ঘরে ঢুকে দিনে-দুপুরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনা প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যার নম্বর-৫/২১।
মামলায় অভিযুক্ত মজনু প্রামাণিক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের রাশেদ প্রামাণিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলার একই ইউনিয়নের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী ঘরের মধ্যে শুয়ে ছিলেন। সময় আনুমানিক দুপুর ১২টার দিকে পাশের গ্রামের মজনু প্রামাণিক ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। ঘরের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মজনু প্রামাণিক কৌশলে দ্রুত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিকেও বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।