র্যাব-৫ কর্তৃক ৫৪৮ বোতল চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
রাজশাহী মহানগরীর শাহমখদুম উপজেলার দক্ষিণ নওদাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪৮ বোতল (২১০.৯৮) লিটার চোলাই মদসহ ফিরোজ মোল্লা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যা। এসময় তার থেকে ১টি ইজিবাইক,১টি মোবাইল,১টি সীমকার্ড,১টি মেমোরিকার্ডও উদ্ধার করা হয়েছে।
শনিবার(৭ আগস্ট) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী ফিরোজ মোল্লা (ইজিবাইকচালক), রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কুমারপাড়া এলাকার মৃত হাসান মোল্লার ছেলে।
ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক কারবারী ইজিবাইক চালিয়ে বস্তাভর্তি চোলাইমদসহ রাজশাহী মহানগরীর সিটি বাইপাস হইতে তেরো খাদিয়া এর দিকে যাইতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ রাত্রী ২০.০৫. ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া জনৈক মোঃ সাজ্জাদ মিয়ার রড সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করি। চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ রাত্রী ২০.২০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া জনৈক সাজ্জাদ মিয়ার রড সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর ১ টি লাল রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইক আসিলে থামানোর সংকেত দেওয়ামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে চালকসহ ইজিবাইকটি আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজাশাহী মহানগরী শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ২৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..