র্যাব-৫ এর অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টা ট্যাবলেটসহ আটক-১
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কর্তৃক নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাজারজাত নিষিদ্ধ ইয়াবার বিকল্প মাদক ৫ শত ৫ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
রবিবার(৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে একটি অপারেশনাল দল মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার পার্শ্ববর্তী জেলা নওগাঁর ধামইরহাট উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মইনুল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক ব্যবসায়ী মইনুল ইসলাম স্বীকার করে যে বাজারজাত নিষিদ্ধ ইয়াবার বিকল্প নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আটক ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।