জয়পুরহাটে মাদক ব্যবসায়ী ৩ নারী বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার-৪
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় পৃথক পৃথক মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ৪২৮ বোতাল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক কারবারীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস, আই আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪৭ বোতল ফেন্সিডিলসহ মৃত তছির উদ্দিনের ছেলে আমেদ আলী (৬৫) কে হাতেনাতে গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এস, আই আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা এলাকার কাদের পাড়া থেকে দমদমা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (৩৩) কে ৩৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে ।
এ সময়ে আরো একটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস, আই ফারুক মোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উত্তর গোপালপুর গ্রামের সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৪৫) ও রেজাউল করিমের স্ত্রী রিনা (৩৫) কে ৪৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, জয়পুরহাট ডিবি পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্সরা পাঁচবিবি থানা এলাকায় পৃথক পৃথক মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ৪২৮ বোতাল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক কারবারীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..