একবছরের শিশু রেখে এক ওড়নায় দম্পতির ঝুলন্তলাশ রহৎময়-লোমর্ষক মৃত্যু
ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কুলকুরমাই এলাকার ঘরের দরজা বন্ধ করে ১বছরের ফুটফুটে শিশুকে দোলনায় রেখে এক ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। মৃতরা হলেন ইসমাঈল হোসেন (২৪) ও রুমা আকতার (২২)।
শক্রবার (১৩আগষ্ট) বিকেল সারে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এবং খবরে পুলিশ এসে রাত ১০টায় দুইজনের মৃত ফাঁস অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে।পরিবার সূত্রে জানা যায়।
জানা যায়,কাতার প্রবাসী শাহ আলম ছেলে মোঃ ইসমাঈলের সঙ্গে ৪বছর আগে রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মো. জামাল উদ্দিনের মেয়ে রুমা আকতারের বিয়ে হয়। বিয়ের ৫ মাসের মাথায় ইসমাঈল হোসেন কাতার পাড়ি জমান। তাদের ঘরে ১বছর বয়সী ফুটফুটে একটি সন্তান রয়েছে।মাত্র তিন দিন আগে বিদেশ হতে আসে।
মৃত রুমা আক্তারের স্বজন ও পরিবারের দাবি,তার দেবর আরিফের কুদৃষ্টি,কুপ্রভাব কুপ্রস্তাব ও নানাবিধ কারণে তাকে আত্মহত্যার পথ বেচে নিতে হয়েছে। এবং মৃত্যুর পরে আরিফ নিজেকে আড়াল করার মধ্যমে রহৎসজনক আচার-আচরণ প্রশ্নবিদ্ধ।
অন্যদিগে ঈসমাইলের পরিবারের দাবি করেন যে, ঘটনাটি আত্মহত্যা ও কেউ দায়ী নয় বেলও দাবি করেন।
বাস্তব জীবনের তিক্ততায় ও বিষক্ততায় আত্মহত্যার যে-কাহিনী ঘটেছে। যা কিনা সত্যি সত্যিই চাঞ্চল্যকর খবর ও দ্রুতই ছড়িয়ে পড়ে আশপাশে ও সোসাল মিডিয়ার মাধ্যমে।রহৎসজনক ও নিওতির নিষ্ঠুরতম নারকীয় তাণ্ডব যা কিনা সত্যি সত্যিই প্রশ্নবিদ্ধ অবিশ্বাস্য ব্যাপার।
বিষয়টি নিশ্চিত করেন,রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি শামীম আনোয়ার। তিনি বলেন,শুক্রবার রাত ১০টায় নিজেদের শোবার ঘরে আত্মহত্যার সংবাদে আমরা টিম পাঠাই। আমাদের ফোর্স গিয়ে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরত-হাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইসমাঈলের বাবা শাহ আলম জানান, শুক্রবার জুমার নামাজ পড়ে ঘরে এসে দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের রুমে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা ঘর থেকে বের না হওয়ায়,ঘরের অন্যরা তাদের ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায়,তখন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমরা দেখি তারা দুজনই ঘরের ছাদের খুঁটির (বিম) সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আর এমন যৌথ পারিবারিক জীবনবৈচিত্র ও রহৎসময় আত্মহত্যার যে কারণ-কাহিনীর কারণেই হোক না কেন?সত্য ঘটনা উদঘাটন হোক যতাযত চৌকস তদন্তের মাধ্যমে।