1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
করোনা: সিলেটে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত 
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নড়াইল মুক্ত দিবস,শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর পালনের প্রস্তুতি সভা নোয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  শহিদদের স্মরণে স্মরণসভা  সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করছেন করেছেন আদালত শহীদ আবু সায়েদের সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যামামলার আসামী রনি গ্রেপ্তার কাশিমপুরে জমি বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কেশবপুরে সেই অবৈধ ইটভাটা রোমান ব্রিকসটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন নবাবগঞ্জে শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে সরকারি খালের মাটি লুটের অভিযোগ ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

করোনা: সিলেটে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৯.৫১ এএম
  • ১৭১ বার পঠিত

করোনা: সিলেটে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

জুয়েল খাঁন,জেলা প্রতিনিধি সিলেট

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল রবিবার সকালে ২৪ ঘন্টায় ৪৬০ জনের করোনা শনাক্ত ও ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৯০২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭২৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২৮.২০ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ, সুনামগঞ্জে ১৬.৫২ শতাংশ, হবিগঞ্জে ২১.৮৪ শতাংশ এবং মৌলভীবাজারে ১৯.৭৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৩৫৯ জনের মধ্যে ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ৩৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৮ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০ হাজার ৬৬৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৫১ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৫৪ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৯৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জ জেলার ৪১ জন এবং মৌলভীবাজার জেলার ৫৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৯৮৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ১২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮২৮ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৭ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews