
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি রাজু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৩।
গাইবান্ধা র্যাব-১৩ এর একটি চৌকস টিম উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার নামক এলাকা হতে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারী রাজু মিয়াকে হাতে-নাতে গ্রেফতার করে।
এ সময় তার নিজস্ব ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছুদিন ধরে রাজু মাদক কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মু.আল-আমিন সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রাজুকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply