জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
গত ১১ আগস্ট থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সভা-সমাবেশ বাদে প্রায় সব কিছুই খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। বাদবাকি প্রায় সবকিছুই এখন স্বাভাবিকভাবে চলছে।
সরকার ১৯ আগস্ট তথা আজ বৃহস্পতিবার থেকে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার কথাও জানায়। এরই প্রেক্ষিতে সীমিত পরিসরে খুলেছে সিলেটসহ দেশের সব পর্যটন ও বিনোদনকেন্দ্র। রিসোর্ট, কমিউনিটি সেন্টারগুলোও খুলছে আজ থেকে। তবে আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করতে হবে বলে শর্ত দিয়ে রেখেছে সরকার।
পর্যটনের তীর্থস্থান সিলেট। জাফলং, রাতারগুল, পাংথুমাই, বিছানাকান্দি, লালাখাল, মায়াবনসহ বেশকিছু পর্যটনকেন্দ্র আছে সিলেটে। দীর্ঘদিন এসব কেন্দ্র বন্ধ থাকায় এ খাত সংশ্লিষ্টরা ছিলেন বিপাকে। আজ থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে যাওয়ায় তাদের মুখে হাসি ফুটছে।
সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী পর্যটন, বিনোদনকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।