
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাস (৪০) নামের এক জেলের নিহত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৬ টায় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের বাউরা ইউনিয়নের মেচের ঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রাখাল দাস মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্য দিনের মতো আজ শনিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।
সকাল ৬ টায় তিনি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে হাঁটছিলেন। পথিমধ্যে ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ চিহ্নিত করেন তার পরিবার।
এ বিষয়ে বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানা পুলিশের ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া বিষয়টি জেনে ঘটনা স্থালে পুলিশ টিম পাঠান হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply