1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ আটা সহ ২জন গ্রেফতার 
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নড়াইল মুক্ত দিবস,শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর পালনের প্রস্তুতি সভা নোয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  শহিদদের স্মরণে স্মরণসভা  সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করছেন করেছেন আদালত শহীদ আবু সায়েদের সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যামামলার আসামী রনি গ্রেপ্তার কাশিমপুরে জমি বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কেশবপুরে সেই অবৈধ ইটভাটা রোমান ব্রিকসটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন নবাবগঞ্জে শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে সরকারি খালের মাটি লুটের অভিযোগ ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ আটা সহ ২জন গ্রেফতার 

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১, ১০.৫৭ পিএম
  • ১৯৭ বার পঠিত
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ (ডিবি) জানতে পারে যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানাধীন পার্বতীপুর এলাকা থেকে মেয়াদোত্তীর্ণ আটা একটি ট্রাকে বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। উক্ত সংবাদটি তৎক্ষণাৎ রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার  আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়কে জানানো হয়। পরবর্তীতে পুলিশ কমিশনার এর  নির্দেশনায় গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এর অপারেশন পরিকল্পনায় ও তত্ত¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি)   ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)  সালেহ আহাম্মদ পাঠান, পুলিশ পরিদর্শক (নিঃ)  ছেমড়ামোতালেব হোসেন, এসআই(নিঃ)  গোলাম মোর্শেদ, এসআই(নিঃ)  নাজমুল ইসলাম, এসআই(নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) সবিন চন্দ্র মাহাতো, এসআই(নিঃ)  বাবুল ইসলাম, এসআই(নিঃ) শ্রী স্বপন কুমার রায়, এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুরের যৌথ অভিযানে কোতয়ালী থানাধীন পার্বতীপুর বউ বাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক জায়গায় আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয় (ট্রাকের রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২-৩২৭৬)। এরপর ট্রাকটি উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশী করে বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ আটার বস্তাসহ ট্রাকটি আটক করা হয় এবং আটার মালিক ০২ (দুই) জনকে আটক করা হয়। ট্রাক থেকে  প্রতিটি বস্তা নামিয়ে বস্তার মুখ খুলে যাচাই-বাছাই করে দেখা যায়, আটা গুলো মেয়াদোত্তীর্ণ। জব্দকৃত ‘আটা’র কাগজপত্র যাচাই-বাছাই করে আরও দেখা যায়, নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ‘আটা’র অনুমোদিত ট্রেড লাইসেন্স জালিয়াতি করে অন্য নাম ব্যবহার করা হয়েছে।

জব্দকৃত মালামালের বিবরণ-
১. ২৭২ বস্তা আটা, প্রতি বস্তায় ৪০ কেজি করে মোট ওজন (৪০দ্ধ২৭২)= ১০,৮৮০ কেজি এবং
২. ৬৫ বস্তা আটা, প্রতি বস্তায় ২০ টি প্যাকেট মোট প্যাকেট (৬৫দ্ধ২০)= ১,৩০০ প্যাকেট টি, প্রতিটি প্যাকেটের ওজন ২ কেজি করে মোট ওজন (১৩০০দ্ধ২)= ২,৬০০ কেজি। সর্বমোট ওজন (১০,৮৮০+ ২,৬০০) = ১৩,৪৮০ কেজি, মূল্য অনুমান- ৫,৫০,০০০/- টাকা।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক আটককৃত মেয়াদোত্তীর্ণ আটার বস্তাগুলো জব্দ করেন রংপুরের স্যানেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর এবং পরবর্তীতে তিনি বাদী হয়ে জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীসহ কোতয়ালী থানায় হাজির হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ও ৩২(ক),৩২(ঘ) ধারায় আসামী ১)  রাশেদ মিয়া(৩৪), পিতা- মৃত আনছার আলী, মাতা- নুর বানু,সাং- পার্বতীপুর, মেহগনি গাছবাগান, ওয়ার্ড-১৭ এবং ২)  জিয়াউর রহমান (৪২), পিতা- মৃত আঃ হামিদ, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- পার্বতীপুর, ৩ নং চেক পোস্ট এর পার্শ্বে, এ/পি সাং- ভগিবালাপাড়া রফিক সাহেবের বাসার ভাড়াটিয়া, উভয় থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলার এজাহার দায়ের করেন।

   

প্রাথমিক তদন্তে জানা যায়, জব্দকৃত আটাগুলো পুনঃ প্যাকেটজাত করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ, পুনঃ ব্যবহার, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ ও খাদ্য হিসেবে ব্যবহারের নিমিত্তে ট্রাকে করে পাঠানো হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ আটা জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মেয়াদোত্তীর্ণ খাদ্য বিষের মতো শরীর ও স্বাস্থ্যের চরম ক্ষতি করে। মেয়াদোত্তীর্ণ আটা মজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও অবৈধভাবে ব্যবহারের সাথে জড়িত সকলকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য যে, নিরাপদ ও টেকসই খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সকল ধরণের অপরাধ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় বন্ধসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ রোধে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews