1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নিকলীতে হাজারো পর্যটকের ঢল
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ

নিকলীতে হাজারো পর্যটকের ঢল

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১.৩০ এএম
  • ২০০ বার পঠিত

আমান উল্লাহ প্রতিবেদক,

করোনা মহামারির কারণে সাড়ে চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) খুলেছে সারাদেশের পর্যটনকেন্দ্র। এতে কিশোরগঞ্জের পর্যটন সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এরই মধ্যে পর্যটকদের পদভারে মুখর হয়ে উঠেছে নিকলী বেড়িবাঁধ এলাকা। গতি আসতে শুরু করেছে পর্যটন সংশ্লিষ্টদের জীবন-জীবিকায়। এতে তাদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।
সরেজমিনে নিকলী বেড়িবাঁধ হাওর এলাকায় দেখা যায়, হাজারো পর্যটকের বাঁধভাঙা ঢল নেমেছে হাওরে। দীর্ঘ দিন পর পর্যটন এলাকা চেনারূপে ফেরায় পর্যটন সংশ্লিষ্টদের জীবন-জীবিকায় গতি আসতে শুরু করেছে। কেউ কেউ নৌকা-স্পিডবোট ভাড়া নিয়ে থৈ-থৈ জলরাশির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। আবার কেউ কেউ দলবেধে হাওরের পানিতে নামছেন গোসল করতে। আবার দেখা গেছে বড় বড় নৌকাগুলোতে সাউন্ডবক্স বাজিয়ে ৪০-৫০ জনের দল আনন্দে মেতে উঠছেন।
জানা গেছে, ২০০০ সালের দিকে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরকে বর্ষার প্রচণ্ড ঢেউয়ের কবল থেকে রক্ষায় সরকার পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য বেড়িবাঁধ তৈরি করে। একই সময় ভাঙনপ্রবণ উপজেলার ছাতিরচর গ্রাম রক্ষায় রোপণ করা হয় হাজারো করচগাছ।হাওরের ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ভ্রমণবিলাসী ও সৌন্দর্যপ্রেমী পর্যটকদের ঢল নামছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকরা দল বেধে শত শত মোটরসাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও বাসে পরিবার-পরিজন নিয়ে বর্ষায় ছুটে আসেন এ পর্যটন এলাকায়।
ঢাকার ডেমরা থেকে থেকে নিকলী হাওর দেখতে আসা শাকিল আহমেদ বলেন, আমরা দেশের বিভিন্ন এলাকায় বাইকে করে ভ্রমণ করে থাকি। লকডাউনের কারণে অনেক দিন ধরে সব বন্ধ থাকায় আমাদের ভ্রমণও বন্ধ ছিল। পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় ডেমরা বাইকার ক্লাব থেকে ১৯টি মোটরসাইকেলে করে ৩৮ জন বন্ধু নিকলী হাওরে এসেছি। হাওরের পানিতে নৌকায় ঘুরে অনেক ভালো লাগছে। মনে হয়েছে কোনো সমুদ্র ভ্রমণে এসেছি। তবে নৌকা-স্পিডবোট ভাড়া অনেক বেশি।
রাজধানীর উত্তরা থেকে ঘুরতে আসা নাবিলা ফারজানা বলেন, সোশ্যাল মিডিয়ায় নিকলী হাওরের ছবি দেখে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছি। নৌকায় করে ছাতিরচর করচবন দেখেছি। পানির মধ্যে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দেশি মাছ দিয়ে সাদা ভাত খেয়েছি। খুবই ভালো লেগেছে। তবে এখানে বিশ্রামাগার ও পাবলিক টয়লেট সুবিধা না থাকায় অনেকেরই কষ্ট হচ্ছে।
স্পিডবোট চালক আরমান মিয়া বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় আমরা নৌকা চালাতে পারিনি। হাওর খুলে দেওয়ায় ও শুক্রবার হওয়ায় ভাড়া ভালো হচ্ছে। এর মধ্যে দুই ট্রিপে ৮০০০ টাকা ভাড়া পেয়েছি। আশা করছি আরও ভাড়া পাব।
নৌকার মালিক মরহর উদ্দিন বলেন, অনেক দিন বন্ধ থাকার পর দুই দিন হলো হাওর খুলছে। হাওর খোলা থাকলে দুইডা পয়সা কামাই করতে পারব। বউ-পোলাপান নিয়ে শান্তিতে থাকতে পারব।
ভাসমান রেস্তোরাঁ মালিকরা জানান, আমরা গ্রামের মানুষ। এই ভাসমান রেস্তোরাঁ করতে অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। গতবারও লাকডাউনের কারণে ব্যবসা করতে পারিনি। এবারও অনেক দিন বন্ধ থাকার পরে হাওর খুলে দেওয়া হয়েছে। এভাবে খোলা থাকলে খরচ উঠুক বা না উঠুক কিছুটা ব্যবসা করতে পারব। তবে আবার হাওর বন্ধ হলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান বলেন, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে ঘুরতে আসে সেদিকে নজর দিতে হবে। ইতোমধ্যে পাবলিক টয়লেটের কাজ শেষ হয়েছে। কিছু দিনের মধ্যেই খুলে দেওয়া হবে। আর বিশ্রামাগার তৈরিরও পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া পর্যটকের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews