শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় ভাই ভাই ফার্নচার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চৌডালা মাদ্রাসা জোহুর মিয়া কাঠ মিলের পারের্শে ভাই ভাই ফার্নিচার মাঠ শুভ উদ্বোধন করেন চৌডালা মার্কেট সমিতি ও বিশিষ্ট ব্যবস্যায়ী মাহ্ফুজুল হক (পনি মিঞা)
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের চৌডালা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনসারুল হক,বালুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ,অবঃ বাংলাদেশ কৃষি ব্যবস্থাপক আমজাদ হোসেন,আলহাজ্ব মাসুদ মিঞা,শাস মোহম্মদ,
সাহেগ্রাম মহিলা মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, ও এলাকার গনান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply