দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামে’র পূর্বপাড়ায় ধর্ষন ও হত্যা চেষ্টার অভিয়োগে আদালতে দায়ের করা মামলা জের ধরে জেসমিন আক্তার(৪০) নামের এক গৃহবধূকে প্রকাশে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে৷
ওই গৃহবধূ কুরছাপ গ্রামের জামাল হোসেন’র স্ত্রী। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পারিবারিক সৃত্রে জানা যায়- গত শুক্রবার (২০-০৮-২১)তারিখ দুপুর ২ টার সময় প্রতিবেশী কাউছার আহম্মেদ(৩০) পিতাঃ নুরুল ইসলাম,মোঃ হাসান (২৫) পিতাঃ নুরুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন মিলে ভিক্টিমের উপর হামলা করে৷ ওই সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে জানা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান৷
এদিকে ভিক্টিম’র মা জেসমিন আক্তার বলেন গত- ২৪ – ০৫ – ২০২১ইং তারিখ বিকাল ৩ টায় তার শিশু মেয়ে যৌন নিপীড়ন শিকার হন। এমনকি আমার মেয়েকে কাউছার’র ছোট ভাই হাসান জোর পূর্বক ধর্ষন ও হত্যার চেষ্টা করেন।
ওই ঘটনায় মেয়ের বাবা জামাল হোসেন বাদী হয়ে ০৯- ০৬- ২০২১ইং তারিখ দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং- ১২/ ১৪৮। তার বিরুদ্ধে করা মামলা না উঠানোর কারনে পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে এবং সাথে থাকা স্বর্নঅলংকার নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান। ওই ঘটনায় বৃহস্প্রতিবার সন্ধায় ৭ টায় ভিক্টিম’র পিতা বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে নাম উল্লেখ পূর্বক থানায় আবারও মামলা দায়ের করেন।