রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ৩৫০ মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে শার্শার নাভরন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা।
আলিফ রেজা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্বেও ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি করছিলেন। এসব জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে।
গোঁপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই ব্যবসায়ীর দোকান থেকে ৩৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ভস্মিভূত করা হয় এবং ২ সূতাব্যবসায়ী আলমগীর হোসেনকে ৫ হাজার.ও আব্দুর রহমানক ৩ হাজার সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত প্রধান মীর আলীফ রেজা।