নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
চলমান করোনাভাইরাস কোভিট-১৯ পরিস্থিতির কারণে এবার সীমিত আয়োজনে জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ শে আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে (হরিবাসর) প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-পিপি।
জয়পুরহাট জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলার যৌথ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাড.হৃষিকেষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কারাগারের(ভারপ্রাপ্ত)জেল সুপার বেদবতী মিস্ত্রী, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আলমগীর জাহান ও জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কবল থেকে দেশবাসীর মুক্তি কামনায় ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..