শ্রী বিরেন চন্দ্র দাস,বিশেষ প্রতিনিধিঃ-
র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ১ শত ৩৯ বোতল ফেন্সিডিলসহ জহুরুল ইসলাম(৩২) ও ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ফুল চান খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,এর আভিযানিক দলের সদস্যরা।
মঙ্গলবার (৩১ শে আগস্ট) সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খাট্টাউছনা টু মোল্লাবাজার গামী বনচুড়া নামক স্থানে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শত ৩৯ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাগিছাপাড়া এলাকার সোহরাব হোসেন বাবুর ছেলে জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করে।
অপরদিকে জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর হাইসাপাড়া এলাকার পারভেজ হাজীর ইট ভাটার পার্শ্বে একটি বিশেষ গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ জেলার পাঁচবিবি উপজেলার গনেশপুর গ্রামের হানিফ মন্ডলের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী ফুল চান খাতুন কে বিভিন্ন আলামতসহ তাকেও হাতেনাতে করেছে র্যাব-৫ এর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আটককৃত মাদক ব্যবসায়ীরা র্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট সরবরাহ করে আসছিলো।
পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর থানা ও জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। উক্ত তথ্যটি জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..