মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উদযাপন কমিটির সিদ্ধান্তে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বিত উদ্যোগে উপজেলার তুলসীগঙ্গা নদীতে দিনব্যাপী মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫৫,০০ টাকা মূল্যের ২ শত ১০০ মিটার দৈর্ঘ্যর অবৈধ কারেন্টজাল জব্দসহ জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলামের প্রসিকিউশন এর সহযোগীতায় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান সকাল থেকে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা চালিয়ে কারেন্টজাল গুলো জব্দ করা হয়।
প্রশাসনের পক্ষথেকে মোবাইল কোর্ট পরিচালনা কালিন সময়ে উপস্থিত ছিলেন,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমানসহ থানা পুলিশের সদস্যরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দরা।
মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির পক্ষে মোবাইল কোর্ট পরিচারনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা খাদ্য পরিদর্শক,উপজেলা সহকারী প্রোগ্রামার ও জনস্বাস্থ্য প্রকৌশলী বৃন্দ।
এবিষয়ে আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন,জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে প্রথম দিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জানতে পারি উপজেলার তুলশীগঙ্গা নদীসহ বিভিন্ন জলাশয়ে অবৈধ কারেন্টজাল ব্যবহার করা হচ্ছে। এমন তথ্যের ভিক্তিতে ও উদযাপন কমিটির উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে ২ শত ১০০ মিটার দৈর্ঘ্যর অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।পরে জব্দকৃত অবৈধ কারেন্টজাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।