
তফিকুল ইসলাম,কালাই,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শ্রেণি শিক্ষনের সুবিধার বিনামূল্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষনের সুবিধার জন্য ৩৮০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানগণের হাতে এসব বেঞ্চ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, ইউডিএফ এর জেলা প্রতিনিধি টিপু সুলতান, ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply