ইমাম হোসেন জীবন চট্টগ্রাম
প্রবাস ফেরত হাজী নাসের আলী সওদাগর ( নাসের হাজী) প্রবাসে অবস্থান কালীন থেকেই তার এলাকা সহ বৃহত্তর বোয়ালখালী উপজেলার অগিত অসহায়,দুস্ত ও পিছিয়ে পরা মানুষের সেবায় নাম হাত বাড়িয়ে নাম লিখান দানবীরদের খাতায়।
শুধু তার এলাকা সি অফিস, ৬ নং ওয়ার্ডে নয় তার নাম এতোটাই জনপ্রিয় হয়েছে গ্রাম পেরিয়ে শহরেও সুনাম কুড়িয়েছেন তিনি।
করোনা মহামারী চলাকালীন পুরো সময় ঘিরে তিনি এলাকার বঞ্চিত জনগনের মাঝে তার নিজ অর্থায়নে বিপুল পরিমান খাদ্য সামগ্রী, অসুস্থদের মাঝে ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, নগদ অর্থ সহ বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হওয়া ঘরের ছাদ মেরামতের জন্য টিন ও প্রদান করেন।
জানাযায়, বোয়ালখালী পৌরসভা নির্বাচনের আগে দেশে আসা হাজী নাসের হাজী সওদাগরের মহানুভবতায় মুগ্ধ এলাকাবাসীর চাপে নির্বাচনে বাধ্য হয়ে অংশ গ্রহন করেন তিনি।
তিনি ক্ষমতাসীন দল আওয়ামীলীগের হয়ে ডালিম মার্কায় বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ডালিম মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে তার নির্বাচনে অংশগ্রহণে এলাকাবাসীর মধ্য আনন্দ বিরাজ করলেও তার প্রতিদ্বন্দ্বীদের মাঝে পরেছে হতাসার ছাপ।
হাজী নাসের আলী সওদাগর (নাসের হাজীর) সাথে নির্বাচনে অংশগ্রহন ও উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি আমার এলাকাবাসীর মনোনীত কাউন্সিলর প্রার্থী তাই শুরু থেকেই আমি লোকদেখানো কোন তোড়জোড় করা হতে বিরত ছিলাম।
আমি চেষ্টাকরেছি মহান আল্লাহ তায়া’লা আমাকে যতটুকু সামর্থ্য প্রদান করেছেন তাদিয়ে আমার এলাকার অবহেলিত জনগোষ্ঠীর সেবাকরতে। আমি ও আমার পরিবার সব সময় জনগনের সেবায় নিয়োজিত ছিলাম এটা আমার মহানুভবতা নয় এটা আমার প্রতি আমার এলাকাবাসীর হক।
আমি তাদের হক আদায়কারী মাত্র। তাই আমি লোকদেখানো প্রচারপ্রচারনা থেকে বিরত থাকি।
নির্বাচনে অংশগ্রহন করার উদ্দেশ্য হিসেবে তিনি বলেন, শহরের এতো নিকটবর্তী হওয়ার পরও পিছিয়ে পড়ে আছে বোয়ালখালী উপজেলা সহ তার এলাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের যে ভিশনকে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে এর সাথে তালমিলিয়ে তিনি তার পিছিয়ে পরা বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কে সর্বাধুনিক সম্পুর্ণ ডিজিটাল ওয়ার্ড হিসেবে দৃষ্টান্ত গড়ে তোলার প্রত্যায় নিয়ে কাজ করার অঙ্গিকার করেন তিনি।
তিনি আরো বলেন, দ্রুত গতির ইন্টারনেট সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সন্ত্রাস নির্মূল সহ এলাকার প্রত্যেক শিশুর শিক্ষা নিশ্চিত করার লক্ষ তার শুরু থেকেই রয়েছে।
মানবতার অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের হাত শক্ত করতে তার নির্বাচনীএলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সহ অঙ্গ সংগঠনকে সংঘটিত করবেন এই আশা ব্যক্ত করেন।