ইমাম হোসেন জীবন চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে চাকরির কথা বলে ফ্ল্যাটে আটকে রেখে প্রতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৫ জনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। এ সময় ৫ ভিকটিম তরুণীকেও উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি মহানগর নিউজকে নিশ্চিত করেন চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান।
আটক ৫ জন হলেন- মো. ইব্রাহিম খলিল (২৫), ইসমাইল হোসেন হৃদয় (১৮), নয়ন ধর (২৪), নিখিল চন্দ্র (৩৫) ও রাজিয়া (২৫)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শিল্পকলার সামনে ফয়েজ মঞ্জিলে অভিযান চালিয়ে আমরা পাঁচ ভিকটিমকে উদ্ধার করি। এই সময় পাঁচ প্রতারককে আটক করা হয়।
এক প্রশ্নের জবাবে ওসি ফেরদৌস জাহান বলেন, এই চক্র কমপক্ষে ছয় মাস এই কাজটি করে আসছিল। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আর ভিকটিমদেরকে সমাজসেবা অধিদপ্তরের হাটহাজারী নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার আদেশ দিয়েছেন। আমরা তাদেরকে হাটহাজারী নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছি।
ভিকটিমদের দেওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। অপর সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি ফেরদৌস।
Leave a Reply