
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের
ঘাটাইলে দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈশ্বিক করোনা সংক্রমণ,মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন,ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার(পিপিএম)।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লার মসজিদে মসজিদে গিয়ে মুসল্লীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি আইজিপি ও পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন সকল শ্রেণির মানুষের কাছে।
শুক্রবার ০৩ সেপ্টেম্বর তিনি উপজেলার সাগরদিঘী বাজার শাহী মসজিদে জুম্মার পরে মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে ওসি আজহারুল ইসলাম সরকার বলেন,সারা বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর সাথে যোগ হয়েছে ডেঙ্গু জ্বর।এই মহামারীতে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।করোনা মহামারী প্রতিরোধ করতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে।এজন্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন জীবানুবাহিত রোগ থেকে বাচতে সবার আশেপাশের ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিস্কার রাখতে হবে। মনে রাখবেন আপনি আপনার পরিবারের জন্য পবিত্র নিয়ামত। আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের সবাই আক্রান্ত হবে। আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই।
তিনি আরো বলেন,বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার।একজন মাদকসেবী একটি পরিবারের কান্না। মাদক নির্মুলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।একজন মাদকসেবী একটি পরিবার ও একটি সমাজ নষ্ট করে দিতে পারে।
তিনি আরও বলেন,সমাজে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হতেই পারে।এক্ষেত্রে সমাজের বাকী সবার কর্তব্য হলো ঝগড়াঝাটি মিটমাট করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবেনা সমাজের সবাইকে শান্তির পক্ষে এগিয়ে আসতে হবে।
এছাড়াও তিনি উপজেলার প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের প্রতি ওয়াক্তে মুসল্লীদের করোনা ও ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতন হওয়া সহ মাদক,সন্ত্রাস নির্মুল ও বাল্যবিবাহ রোধে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সভাপতি,সাগরদিঘী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক, এসআই আলাল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম জয় প্রমূখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply