সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পতিতাবৃত্তি থেকে রক্ষা পেয়েছেন চট্টগ্রামের ২ তরুণী।
তাদেরকে বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করাচ্ছিল একটি চক্র। পরে ৯৯৯ নম্বরে ফোন পেলে পুলিশ এসে তাদের রক্ষা করে।
এসময় অভিযান চালিয়ে ওই চক্রের অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তারও করে পুলিশ।শুক্রবার (৩ আগস্ট) বিকেলে সাড়ে তিনটার দিকে নগরের পাহাড়তলী থানার প্রাণ হরিদাস রোডের বিবেকানন্দ নাথের তনয় বিতান ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মর্জিনা বেগম (৪২), মো. মনির হোসেন (২৪) ও মো. রাশেদ উদ্দিন (৪৮)।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই তরুণীকে পাহাড়তলী
এলাকার একটি বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজ করাচ্ছিল একটি চক্র। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।