
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় জিয়ারুল সরদার(৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপয়িে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছ র্দূবৃত্তরা।
ঘটনাটি ঘটছেে ৩ই আগষ্ট শুক্রবার রাত সাড়ে ১০ টায় শার্শার গাজীর কায়বাক গ্রামে। খবর শুনে স্বজনেরা ব্যবসায়ী জিয়ারুলকে রাতে উদ্ধার করে শার্শা উপজলো স্বাস্থ্য
কমপ্লক্সে নাভারন হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকা জনক। র্দূবৃত্তরা হত্যার উদ্দেশ্যে জিয়ারুলের মাথায় ও শরীররে
বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপয়িে জখম করেছে। অস্ত্রের আঘাতে জিয়ারুলের বাম কানকেটে যায়. কানে ৮টি সেলাই
দেওয়া হয়েছে। জিয়ারুল গাজীর কায়বা
গ্রামের শাহাদৎ সরদাররে ছেলে।
সে গ্রামের বাদামতলা বাজারে সার, কীটনাশক, ধান, পাট, আলু, পিয়াজ ও রসুনের ব্যবসা করে।
এ ব্যাপারে আহত জিয়ারুল জানান, শুক্রবার রাতে রবিউল ইসলাম(৫০) ও তার ছেলে বাহারুল(২২) শুক্রবার রাতে তার বাড়িতে
হামলা করে তাকে কুপয়িে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ সময় র্দূবৃত্তরা তার স্ত্রী ও বৃদ্ধ মাকেও মারপিট
করে। জিয়ারুল আরও জানান, রবিউল ও বাহারুল ভারতের বোম্বে থাকে। মাঝে মধ্যে বাড়িতে এসে সন্ত্রাসী সহ নানা ধরনের কর্মকান্ডে লিপ্ত থাকে।
জিয়ারুল আরও জানান,
হাসপাতাল থেকে বাড়ি গেলে রবিউল ও বাহারুল তাকে খুন করবে বলে হুমকি দিয়েছে। আহত জিয়ারুল আরও জানান, বিষয়টি শার্শা থানাকে অবহতি করা হয়ছে।
বিষয়টি সু দৃষ্টি দেওয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রয়োজন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply