হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতি
ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাট ক্রেতা এবং বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। চাঁদপুরের পদ্মা-মেঘনায় আশানুরূপ ইলিশ না পেলেও দক্ষিণাঞ্চলের ইলিশ আসায় কিছুটা স্বস্তি ব্যবসায়ীদের। তবে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা।
বড়স্টেশন পাইকারি মাছঘাটে অন্য সময়ের তুলনায় বেশ কয়েকদিন ধরে নানা আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। যার বেশির ভাগই সাগর ও উপকূলের নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়া ইলিশ। তবে কিছু অংশ চাঁদপুরের পদ্মা ও মেঘনার রয়েছে।
প্রতিদিন ইলিশের আমদানি বাড়লেও দাম কমে ইলিশের। দেশের বিভিন্ন জেলা এখানে প্রতিদিন শত শত ক্রেতা আসেন ইলিশ কিনার জন্য। চাহিদানুযায়ী ইলিশ নিয়ে ফিরছেন বাড়ি।
বড়স্টেশন মাছঘাট ময়মনসিংহ থেকে আশা মোশারফ হোসেন বলেন, চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে সবাই চিনে। বিশেষ কারনে চাঁদপুরে আসার কারণে ইলিশের ঘাটে এসেছি। তবে এখানে এসে ইলিশের দাম শুনে হতাশ হয়েছি। ব্যবসায়ী ইলিশের দাম খুব বেশি চাচ্ছে। দাম বেশি হওয়ায় চাহিদামগ মাছ নিতে পারলাম না।
মাছঘাটের ইলিশ ব্যবসায়ী রুবেল গাজী বলেন,‘ প্রতিদিন বড়স্টেশন মাছঘাটে ইলিশ আমদানি হয়। তবে কোনদিন কম, কোনদিন বেশি। আমদানির উপরে ইলিশ দাম নির্ধারিত হয়। তবে বর্তমান সময়ে ইলিশের দাম কিছু বৃদ্ধি রয়েছে।’
এককেজি পরিমাণ সাইজের ইলিশের দাম ১৩ শ টাকা, দেড়কেজি ইলিশের দাম ১৫শ টাকা আর দুইকেজি (বড় সাইজ) ইলিশের দাম ১৮শ টাকা কেজি। এছাড়া ৯শ থেকে এক হাজার গ্রামের ইলিশের মণ এখন ৪৮-৫০ হাজার টাকা বিক্রি হচ্ছ।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.শবেবরাত সরকার বলেন,‘ইলিশের দাম প্রতিদিন উঠা-নামা করে। চাঁদপুরের ইলিশ কম হলেও দক্ষিণাঞ্চলের ইলিশ প্রচুর আসে। সামনে পদ্মা- মেঘনা এবং দক্ষিণাঞ্চলের ইলিশ আরো আমদানি বাড়লে দাম অনেক কমে আসবে।’