জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
বিয়ের মেহেদীর রং হাত থেকে শুকানোর আগেই সিলেটের জকিগঞ্জে জোবেরা বেগম (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত জোবেরা পীরেরচক গ্রামের রিপন আহমদের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৫ দিন আগে পীরেরচক গ্রামের কাবির আহমদের ছেলে রিপনের (২৩) সঙ্গে বিয়ে হয় বারহাল ইউনিয়নের নূরনগর গ্রামের মিরাজ আলীর মেয়ে জোবেরা বেগমের। বিয়ের পর তাদের সংসারও ভালো চলছিল।
কিন্তু বুধবার সকালে হঠাৎ জোবেরার অসুস্থতার কথা বলে রিপন জোবেরাকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, নববধূর গলায় হালকা আঘাতের দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নববধূর পরিবার থেকেও কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।