হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। একই দিন দুপুরে মতলব দক্ষিণের বাটরা গ্রামের আনোয়ার হোসেনের ২ বছর বয়সি মেয়ে মাইশা হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে খালার বাড়ি বেড়েতে এসে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।
এছাড়া একই দিন উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ৯নং ওর্য়াড মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০) দুপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
নিহত শিরিন বেগমের ছেলের স্ত্রী মেহের বেগম জানান, আমার শাশুড়ি দুপুরে রান্না শেষে পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরী হওয়ায় বড় অনেক খোঁজাখুঁজির এক পর্যায় পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, দুই শিশুসহ বৃদ্ধ নারীকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।