নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকেল ৫টায় পোরশা উপজেলার মিছিরা গ্রামের আদিবাসী পাড়ার ৩বছরের শিশু বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শিশু শিবানী পাহান ওই গ্রামের ভবেস পাহানের একমাত্র কন্যা।
শিশুটির দাদা পাতানু পাহান জানান, ওই শিশুর মা গরুর ঘাস কাটার জন্য মাঠে গিয়েছিলো। এ সময় শিশু শিবানী পাহান বাহিরে খেলছিলো। কিছুক্ষণ পর মাঠ থেকে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে শিবানীকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গাঙ্গুরিয়া বাজারের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বুধবার সকালে শিশুটির অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান,মর্মান্তিক ঘটনাটি শুনেছি কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply