মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি’র দিকনির্দেশনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নদী-খাল চিহ্নিত ও তালিকাভুক্ত করণ,খনন ও হাট বাজার সমুহের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন বিষয়য়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বার্হী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপ-সচিব,পিএসটু-হুইস মোঃ তোফাজ্জল হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক প্রমুখ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।