সুর্যোদয় ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নাছির উদ্দিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে নাসির উদ্দিনের সহকর্মী তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) নাছির উদ্দিনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার স্ত্রী-সন্তানেরও করোনার উপসর্গ রয়েছে। তাদের নমুনাও পরীক্ষার জন্য দেয়া হয়েছে। কিন্তু রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
মাহবুবুর রহমান আরও বলেন, নাছির উদ্দিন বাসাতেই আইসোলেশনে আছেন। এখন কাশি ছাড়া আর তেমন কোনো উপসর্গ তার নেই।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। মন্ত্রী সুস্থ হয়ে বাসায়ও ফিরে গেছেন।