সুজন সারোয়ার, টঙ্গী :
গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি এলাকায় উদয়ন টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, সৈকত পাঠান, শেখ নুরুজ্জামান শাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন উদয়ন টাওয়ারের পরিচালক মো. আবুল হোসেন, আলাউদ্দিন মাহমুদ, মো. সোহেল আরমান, আব্দুল আলীম, মো. আলমগীর হোসেন প্রমুখ। এসময় উদয়ন টাওয়ারের ফ্ল্যাটের মালিকগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা আশা করবো উদয়ন টাওয়ার কর্তৃপক্ষ ফ্ল্যাট ক্রেতাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে ভবন নির্মাণ করবেন। যাতে ফ্ল্যাটের ক্রেতাদের পরবর্তী প্রজন্মের কোন সমস্যার মুখোমুখি হতে না হয়। বক্তারা উদয়ন টাওয়ার কর্তৃপক্ষের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল-মদিনা মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম।
উদয়ন টাওয়ারের পরিচালক মো. সোহেল আরমান বলেন, ফ্ল্যাট মালিকদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর। এটি আমাদের প্রজেক্টের প্রথম কাজ। পাশ্ব্র্ইে আরও একটি প্রজেক্ট রয়েছে আমাদের। আগামী কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় প্রজেক্টের কাজ হাতে নেব, ইনশাআল্লাহ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..