শুরুটা নিয়ে ধর্জ ধরা মিউজিক এ আশা আমার বেশ কিছু বছর থেকে। ছোট বেলা থেকেই মিউজিক ভালোবাসি আর সেখান থেকেই আমার পথ চলা। তবে অনেক কিছু পার করে আজ এত দূর আসতে পেরেছি। আর ছোটো থেকে বড় হবার পথে অনেক বাধা থাকে এগুলো আমাকেও পার করতে হয়েছে,এখোন করছি।
তবে একটা কথা মন থেকে বিশ্বাস করি ধর্যের ফল ভালো হয়। তাই হাল ছাড়া যাবে না। এক দিনেই মানুষ বড় হয় না,তার জন্য সময় ও ধর্জ ধরতে হয়। (ভক্তদের জন্য কিছু কথা) মিউজিক আমার স্বপ্ন,মিউজিক আমার পেশা নয়। আর স্বপ্ন কে কখনো বিক্রি করা যায় না।
স্বপ্ন যেমন নিজের কাছে রেখে এগিয়ে যেতে হয় তেমনি মিউজিক টাও সাধনার জিনিস,এটাও মনের ভেতর থেকে আসতে হয়। আর গান মানুষের মনের কথা প্রকাশ করে,আর কোনো জিনিস মন থেকে না করলে তার সফলতা পাবেন না।ইচ্ছা শক্তি আর ধর্জ থাকলেই জীবনে এ সফল হওয়া সম্ভব।
আর লক্ষ্য রাখতে হবে যে আমিও একদিন পারবো। শূন্য থেকেই মানুষ ওপরে ওঠে,আর কেউ এই জন্মগত ভাবে গান শিখে আসে না এটা মনে ধারণ করতে হয়।তাই একটা কথাই বলতে চাই আমার ভক্তদের সম্পর্কে কখনো ভেবো না তুমি পারবে না,ইচ্ছা শক্তি রাখো আর ভাবো যে তুমি যেটা পারবে সেটা অন্য কেউ পারবে না (তুমি অন্যতম) নিজেকে স্পেশাল ভাবো।
যাকে দেখে শিখছো একদিন তার থেকেও ভালো পারবে এটাই করার চেষ্টা করে যাও। (যাই করো ভেঙে পড়া যাবে না) তোমার অনেক গান বের হয়েছে কিন্তু সারা পাচ্ছ না,বেপার না তাই বলে তোমার থেমে থাকা যাবে না.সব গান নয় তোমার একটা এই যথেষ্ট মানুষের মনে জায়গা করে নেবার জন্য।আর কখন কোন গান মানুষের ভালো লেগে যায় সেটা তোমার কাছে স্বপ্নের মতো মনে হবে।তাই লক্ষ্য একটাই রাখো তুমিও পারবে একদিন।তাই যেটাই করো নিজের মন থেকেই করো।