বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নয় আসামীকে গ্রেফতার করেছে
২৫শে সেপ্টেম্বর শনিবার সারাদিন অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ এর নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা জারীকৃত ৯ (নয়), জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিচারের নিমিত্তে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। রাশিদা বেগম (৩৫), স্বামী- রকিব উদ্দিন, সাং- চাঁদপাড়া, ২। সামছুল হোসেন (৫০), পিতা- মগর বিশ্বাস, ৩। জব্বার আলী (৩০), পিতা- সামছুল হোসেন, উভয় সাং- মাশিলা, ৪। হেলাল উদ্দিন (৫২), পিতা- আমির হোসেন, ৫। আলমগীর হোসেন (৩০), পিতা- আমির হোসেন, ৬। মোঃ রানা (২৫), পিতা- উসমান, ৭। বাবু হোসেন (৩২), পিতা- মৃত আঃ রব, সর্বসাং- বাটিকামারী, ৮। শ্রী ষষ্টি কুমার (৪০), পিতা- শ্রী লগেন চন্দ্র বিশ্বাস, সাং- খড়িঞ্চা, ৯। রাকিবুল হাসান, পিতা-মৃত মশিয়ার রহমান, গ্রাম-আড়পাড়, থানা- চৌগাছা, জেলা- যশোর।
আটককৃত সকলে বিভিন্ন মামলার পলাতক আসামী এবং কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গাই পলাতক জীবন যাপন করছিল।