তাজ চৌধুরী দিনাজপুর ব্যুরোঃ
করোনা ভাইরাস পাল্টে দিয়েছে সারাদেশের জীবনযাত্রা। থমকে গেছে জনজীবন। লোকজনের তেমন একটা ভিড় নেই, চলাচলও কম। বাস, নৌযান, কল-কারখানাসহ দোকানপাট স্বল্প পরিষরে চলছে। শহরে গ্রামে সমানতালে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। তারপরেও জীবন থেমে নেই। জীবন জীবিকার তাগিদে মানুষকে ঘর থেকে বের হতেই হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ দুপুর ১২ টায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ কর্তৃক আয়োজিত দিনাজপুরের সর্বস্তরের রিকশাচালক, অটোরিকশা চালক, ভ্যান চালক ও দুস্থদের মাঝে মাক্স বিতরণ করা হয়। উক্ত মাক্স বিতরণ উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকে ম্যানাজার আলহাজ্ব মনিবর রহমান, ম্যানাজার অপারেশন একেএম মন্জুরুল আলম, অফিসার জিএম কামাল হোসেন, মোঃ ময়মুন হোসেন সহ আরও অনেকে।