শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত ড.বংশিধর মিশ্র বলেছেন বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলরুট ত্রিদেশীয়( বাংলাদেশ-ভারত-নেপাল) বানিজ্যের দ্বার উন্মোচিত করেছে। সোমবার দুপুরে তিনি রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরোপয়েন্ট পরিদর্শনে এসে এ কথা বলেন।তিনি আরও বলেন, ভারত এ রুট দিয়ে নেপালকে রেল ট্রানজিট দেয়ায় বাংলাদেশ থেকে সহজেই নেপালে পন্যসামগ্রি নিয়ে যেতে পারছে।
এ রেলরুট দিয়ে ভারত হয়ে নেপালের বিরাটনগর কাছে হওয়ায় আমরা এ রুটকে বেছে নিয়েছি। ভবিষ্যতে এ রুট দিয়ে পন্য পরিবহনের পাশাপাশি তিন দেশের মধ্যে যাত্রী পরিবহনও করা হবে। এ সময় তার সাথে ছিলেন দূতাবাসের সচিব রন্জন যাদবও রিয়া শেঠি। এর আগে দুপুর ২ টার দিকে তিনি সোনা মসজিদ স্থলবন্দর থেকে রহনপুর রেলবন্দরে এসে পৌঁছান। পরে তিনি রহনপুর -সিঙ্গাবাদ রেলরুটের জিরোপয়েন্ট শিবরামপুর পরিদর্শন করেন।