শহিদুল ইসলাম সোহেলঃ
প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর হস্তান্তর করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়ায় আশ্রায়ন প্রকল্পের আওতায় একশো জন উপকারভোগীকে নতুন ঘর বুঝিয়ে দেন ঘাটাইলের সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান এমপি।
এসময় তিনি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে মতবিনিময় ও প্রধানমন্ত্রীর পক্ষ হতে চাল বিতরণ করেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইয়াসমিন,সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।