মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সীমান্ত বৈকারী জামতলা এলাকা থেকে ১৫টি ময়ূর সহ দুই জনকে আটক করেছে পুলিশ।একটি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ ময়ূর আটক করা হয়। আটককৃত ময়ূর আদালতের নির্দেশে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা জামতলা অবস্থান নিলে পুলিশ একটি সাদা মাইক্রো দেখতে পায়। পুলিশ তার পিছু নিয়ে নিকটস্থ একটি আম বাগানে ভারতে দুর্লভ ময়ূর পাচারের আলোচনারত ব্যক্তিকে খুঁজে পায়। তাদের আটকের পর মাইক্রোবাসটি খুললে বাসের সিটের নিচে একে পনেরটি ময়ূর পাখি পাওয়া যায়।পুলিশ ময়ূর ও মাইক্রোবাস সহ মিন্টু খাঁ (৩৭) ও অর্নব দাস (২৪) নামের দু’জনকে আটক করে। আটক হওয়া দু’জন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। আটককৃত ময়ূর আদালতের নির্দেশে বন বিভাগের নিকট হস্তান্তর করেছেন বলে জানান ওসি দেলোয়ার।সোমবার বিকালে পুলিশের কাছ থেকে ময়ূরগুলো গ্রহণকালে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সম্মতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ুরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।
Leave a Reply