নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মোমিন আকন্দ(২৬)নামে এক যুবককে ৬০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ১৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১২ বছর কারাদন্ড দেওয়া হয়।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন ।
দন্ডপ্রাপ্ত যুবক জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল গ্রামের মামুন আকন্দের ছেলে মোমিন আকন্দ।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকালে জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল গ্রামে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় মোমিন আকন্দসহ তার কয়েকজন সহযোগী স্কুল ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে করে উঠিয়ে নিযে যায়।
এরপর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ ঘটনায় দুই দিনপর ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৬ জন কে আসামী করে একটি মামলা করে। মামলার তিন মাস পর তৎপরতা চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাহার তদন্ত শেষে ৬ জন আসামীর মধ্যে মোমিন আকন্দের নামে অভিযোগ পত্র দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত দুটি ধারায় (ধর্ষণ, অপহরণ) মঙ্গলবার এ রায় দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশও প্রদান করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..