ওয়াকিল আহমেদঃ
জয়পুরহাটের ক্ষেতলালে হাবিবুল মজিদ ও তার বোন উম্মে আম্মারা’র পৈত্তিক সম্পত্তি প্রতিবেশি আঃ মান্নান জোরপূর্বক বসতবাড়ী নির্মান করে দখল করার অভিযোগ উঠেছে। আবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৩ টায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে হাবিবুল মজিদ লিখিত বক্তব্যে বলেন, ক্ষেতলাল উপজেলার পশ্চিম সড়াইল দাশড়া মৌজায় ১১ শতক জমি আমরা পৈত্তিক সূত্রে দুই ভাই ও এক বোন সমান অংশে ভোগদখলে আছি। আমার ছোট ভাই ওয়ারেছুল মজিদ প্রতিবেশি কছির উদ্দীনের ছেলে আব্দুল মান্নানকে বসবাস করারর জন্য মৌকিক ভাবে অনুমতি দেয়। আমরা দুই ভাই স্বপরিবারে বগুড়াতে বসবাস করার সুযোগে ওই প্রতিবেশি আঃ মান্নান ও তার সহযোগী আজিজার, শাহিন, নজরুলসহ আরো কয়েকজন স্বার্থানেশী ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক আমাদের মনঝাড় বাজারে তফশির বর্ণিত পশ্চিম সড়াইল দাশড়া মৌজায় ২৩০১ দাগে ধানী বর্তমান বসতবাড়ী ১১শতক সম্পত্তি পুরোটায় দখল করে আমাদের অনুমতি ছাড়াই অস্থায়ী টিনের বেড়া দিয়ে ঘর নির্মাান করে দখল করার চেষ্টা করে।
এ ব্যাপারে গত ১২ সেপ্টেম্বর (রবিবার) তাদের ঘর নির্মানে আপত্তি জানালে এবং বাধা দিতে গেলে আমি ও আমার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের জড়িয়ে মোবাইল ফোনে ভয়ভীতি দেখাই এবং ঘটনাস্থলে হাতে লাঠি ও ধারালো অস্ত্র খুন জখমের হুমকী দেওয়ার অপরাধে ৭ জনকে আসামী করে জয়পুরহাট জেলা নির্বাহী ম্যাজেস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করে। যাহা সম্পূন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। মোকর্দ্দমা নং ৬৪ পি/ ২০২১ (ক্ষেতলাল)।
আসামীরা হলেন, বগুড়া নিশিন্দারা উপশহরের মৃত আঃ মজিদ এর ছেলে হাবিবুল মজিদ(৫০),বগুড়া আটাপাড়র বাসিন্দা তৌহিদ খন্দকারের ছেরে তারেক খন্দকার(৪৯), ক্ষেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আনোয়ার পারভেজ রিংকু(৩৫) ক্ষেতলাল সদরের মৃত জামিউল ইসলামের ছেলে আনারুল ইসলাম সরদার (৫১), উপজেলার দাশড়া মালিগাড়ী মৃত আবুল হোসেনের ছেলে আজিজার রহমান( ৫১) মনঝার বাজারের মৃত আবুল কাশেমের ছেলে সামছুল ইসলাম(৪০), দাশড়া সড়াইল গ্রামের আতাউর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০)।
আরো বলেন, ভুক্তভোগী পরিবার গুলি মামলার ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেনা। এ ব্যাপারে নির্যাতিত পরিবার তাদের ভিটেমাটি ফিরে পেতে সুবিচার চেয়ে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।