আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭ টি ইউনিয়নে নির্বাচন হবে।
তিলাই,পাইকেরছড়া জয়মনিরহাট,আন্ধারীঝার,বলদিয়া,চরভূরুঙ্গামারী,বঙ্গোসোনাহাট ইউনিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারন করেছেন। ২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..