ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সচিব মো. মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। রবিবার ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন থেকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। তিনি বলেন, দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে। উল্লেখ, গত ১৬ জুন মঙ্গলবার ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply