আমান উল্লাহ প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামে বালিশ চাপা দিয়ে স্ত্রী আমেনা আক্তার (১৭) কে হত্যা করেছে তার স্বামী শামীম গাজী (২৩)। এ ঘটনায় শামীম গাজীকে আটক করেছে পুলিশ। আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে শামিম স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে স্বিকার করে।
গৃহবধুর বড় ভাই বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬৩।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শামিমকে আদালতে পাঠায় পুলিশ। ২৯ সেপ্টেম্বর বুধবার রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহরিন হোসাইন অভিযান চালিয়ে বিষ্ণুপুরে থেকে শামীম গাজীকে আটক করেন।
আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে স্বামী শামীম গাজী জানান, ‘পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আমেনা আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়েছিলেন।’
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ জানায়, ‘বুধবার রাতে নিহতের স্বামী শামিককে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে শামিম ১৬৪ ধারায় স্ত্রীকে হত্যার বিষয়ে জবানবন্দীতে স্বিকার করেন। পরে তাকে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামে গৃহবধু আমেনা আক্তার (১৭) আত্মহত্যা করেছে বলে স্বামী শামীম গাজীসহ পরিবারের সদস্যরা জানায়। গত ২ মাস পূর্বে আমেনার সাথে শামিম গাজীর পারিবারিকভাবে বিয়ে হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..