শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (১৫) এক কিশোরির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২রা অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে ওই কিশোরির লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ওই কিশোরির সারা দেহে বিভিন্ন নৃশংস নির্যাতনের আলামত দেখা গেছে।তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।লাশটি স্থানীয় কারো নয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিল খান।
মির্জাপুর থানার উপ পরিদর্শক মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটিকে আমরা নির্মম ও নৃশংস অবস্থায় উদ্ধার করেছি। লাশের মুখ,হাত ও গলা ঝলসানো ছিল।এছাড়া হাতে খোদাই করা জখম ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন পিপিএম বলেন,সুরতহাল রিপোর্ট থেকে এটি একটি নিসংশ হত্যাকান্ড বলে নিশ্চিত হওয়া গেছে।লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..